"তুমি চলে যাচ্ছো? যাও। তোমার চেয়েও ভালো কাউকে জীবনে এনে দেখাবো” -ভূল, এই কথাটির কোন মানে নেই,

"তুমি চলে যাচ্ছো? যাও। তোমার চেয়েও ভালো কাউকে জীবনে এনে দেখাবো”
-ভূল, এই কথাটির কোন মানে নেই, শুধুমাত্র হিংসের বসবর্তী হয়ে এমন কথা খানিকটা না বুঝেই প্রেমিক বা প্রেমিকা ব্রেকাপের সময় বলে থাকে। কাউকে ছেড়ে দিচ্ছো বা সে ছেড়ে চলে যাচ্ছে, যাক না! তাকে হার্ট করে কথা না বললেই কি নয়?
তাকে দেখিয়ে দেখিয়ে ভালো আছি, ভালো নেই এর মতো হিংসাভিনয় করার কোন দরকার কি আছে? এটা নিতান্তই হ্যাংলামি।
রবী ঠাকুরের একটা উক্তি খুব মনে পড়ে-

“যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও ,

"তুমি চলে যাচ্ছো? যাও।

যদি সে ফিরে আসে তবে সে তোমার ।
আর যদি না আসে তবে জেনে নিও সে কোন দিনের জন্য তোমার ছিল না এবং থাকবে ও না ।”
মহত্বের গল্প শুনি মহৎ হতে চাইনা, মূল কথা হলো- ব্রেকাপ হওয়ার পর তোমার কারণে তোমার প্রিয় মানুষটি দ্বিতীয়বার কোনভাবে
যেন কষ্ট না পায়। পারলে থাকুক সে তার মত করে।
#MS

কোন মন্তব্য নেই

i love my mather

ঠোঁটের তিল’টা

– আমার ঠোঁটের উপরের তিল টা দেখেছেন? পাত্রী দেখতে এসে পাত্রীর মুখে এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমার সামনে বসে থাকা ভদ্রলোক যে বেশ অবাক হয়েছে...

Blogger দ্বারা পরিচালিত.