my life realty

আমি যখন তোমার ভালোবাসার জ্বরে প্রচন্ড উত্তাপে কুঁকড়ে থাকতাম। তুমি বলতে এত্তো আবেগ ভালো না,
তাই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে নিলাম। 
.
আমি যখন তোমার একটা ফোন কল কিংবা ম্যাসেজের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতাম। তুমি বলতে এত্তো কেন প্যারা দেও?
নিজেকে তাই শুধরে নিলাম। 
আমি যখন খারাপ স্বপ্ন দেখে সবার আগে তোমাকে ফোন করে তোমার খবর নিতাম। তুমি বলতে পাগলামিটা একটু কমাও,
নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম। 
.
আমি যখন না খেয়ে অপেক্ষায় থাকতাম তুমি খেয়েছ কিনা জানার জন্য। তুমি বলতে এত্তো ন্যাকামো ভাল্লাগে না,
নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম। 
আমি যখন কান্নায় ভেঙে পরতাম তোমার দেয়া অবহেলায়।
তুমি বলতে এত্তো দূর্বল কেন তুমি? 
নিজেকে তাই শক্ত করে নিলাম। 
.
অতঃপর তুমি যখন আমাকে ছেড়ে চলে যেতে চাইলে 
আমি বললাম যেতে পার পিছুটান নেই, 
তখন তুমি বুঝতে পারলে এতদিনে আমি একজন বাস্তববাদী  মানুষ হলাম। 
.
__বাস্তবমুখী পরিবর্তন

কোন মন্তব্য নেই

i love my mather

ঠোঁটের তিল’টা

– আমার ঠোঁটের উপরের তিল টা দেখেছেন? পাত্রী দেখতে এসে পাত্রীর মুখে এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমার সামনে বসে থাকা ভদ্রলোক যে বেশ অবাক হয়েছে...

Blogger দ্বারা পরিচালিত.