*জানি না কেন লিখছি*** 

---------------------------ভাবনা



রাতের নিস্তব্ধতা এখন আর আমায় ভীত করেনা।
ভোরের শিশিরসিক্ত অরুণোদয় আলোড়িত করে না,উদাসী কোন দুপুরে একান্ত করে কাউকে ভাবতে ইচ্ছা করে না ।বিষন্ন কোন বিকালে অজানার উদ্দ্যশ্যে রেললাইন ধরে হাটতে ভালো লাগে না ,
গোধুলির আবির রংয়ে আমি আর রোমান্থিত হই না।কবিতার খাতা হাত দিয়ে স্পর্শ করি না কতদিন ।মনের কল্পনায় লেখা হয় না কোন গল্প ।আগের সেই বাধভাঙ্গা হাসিটাও কোথায় য়েন হারিয়ে ফিলেছি ।ভাবছি বদলে গেছি ! হ্যা অমার মাঝে আমি আজ অমাকেই  খুজে পাইনা । 
নি:সঙ্গতা এখন আমার সবচেয়ে ভাল বন্ধু ।
কেন জানি আজ কান্নাকেই খুব বেশি ভালবাসি ।
দ্বিপ্রহর রাতে পৃথিবীর সুখী মানুষেরা 
যখন ঘুমের রাজ্যে বসতির জন্য পাকা ভিত্তিপ্রস্তর স্থাপনে ব্যাস্ত ,
ঠিক সেই সময়ে ঘুমপরীরা তোর সাথে বন্ধুন্ত করার
অভিযোগে অভিমান করে আমার কাছ থেকে কোটি মাইল দুরে , 
তবুও তোকে অভিশপ দিতে পারিনা , 
পারিনা ভুলে যেতে ।তুই হয়ত আমার উপকারই করেছিস ,
পৃথিবীর কঠিন বাস্ববতাকে সময়ের অনেক আগেই 
আমার সামনে দাড় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তো তোর অব্শ্যই প্রাপ্য ।
তোর জন্যই তো জানতে পারলাম অপরাধ না করেও
শুধু অনুমানের উপর ভিত্তি করে এই সমাজের 
মানুষগুলো কি রকম নির্দয়ভাবে শাস্তি দিতে পারে ।
কল্কক আর অপবাদে একটি মনের 
সব স্বপ্নকে নিমিষে ধুরিস্মাত করে দিতে পারে ।
আজ শুধু মনে হয় সত্যিই কি শাস্তি পাওয়ার মত 
কোন অপরাধ আমি করছিলাম ? 
কাউকে বন্ধু ভাবাটা কি এতটাই অন্যায়?
তোর জন্য য়ে কষ্ট সহ্য করে চলেছি 
সেই তু্‌ইওতো আজ আমার পাশে নেই ।
বন্ধুত্বের বন্ধন তুই অনেক আগেই ছিড়ে ফেলেছিস ।
আসলে আমিই তোর বন্ধু হতে পারিনি ,
কিন্তু তুই ঠিকই কারো না কারো বব্ধু হয়েছিস ।
 কেন তোর বন্ধু হতে পারলাম না কে জানে ! 
যোগ্যতা কিংবা ব্যর্থতা সেটাতো আমারই ।
 সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয়না ,
আবর পেলেও সবকিছু দুহাত বাড়িয়ে গ্রহণ করতে নেই ।
এই সত্য টা আমি মেনে নিয়েছি ।
বন্ধুত্ব এবং প্রেম প্রায় কাছাকাছি ,
তফাং হচেছ প্রেমের দুটি ডানা থাকে,বন্ধুত্বের তা থাকে না । 
তাই বলে বন্ধুর বিচ্ছেদের কষ্টটাও কিন্তু কম নয়।
আমার বিস্বাস আমি কখনও কারো বন্ধু হতে পারবো না 
এবং কেউ আমাকে বুঝতে চাইবে না ।
প্রতিদিন একটু একটু করে এ বিস্বাস গাঢ় থেকে গাঢ় হচ্ছে ,
জানি কোনদিন কেউ আসবেনা আমার এ বিস্বাস ভাঙ্গাতে ,
আজ তোকে নিয়ে লেখা ডয়িরির পৃষ্ঠাগুলি 
একটি একটি করে ছিড়ে ফেলেছি । 
বন্ধুত্বের বন্ধন য়েখানে শিথিল হয়ে গেছে 
তখন আর এ কাগজগুলো দিয়ে কি হবে ?
আর কখনও তোকে ফিরিয়ে আনতে চাইবো না ,
অপ্রাণ চেষ্টা করব যাতে ইচ্ছেরা মরে য়ায় ।
না অভিমান নয়, তুই তো আমার বন্ধু ,
সবার উপরে তোর স্হান ,
তোর সঙ্গে কি অভিমান চলে? 

কোন মন্তব্য নেই

i love my mather

ঠোঁটের তিল’টা

– আমার ঠোঁটের উপরের তিল টা দেখেছেন? পাত্রী দেখতে এসে পাত্রীর মুখে এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমার সামনে বসে থাকা ভদ্রলোক যে বেশ অবাক হয়েছে...

Blogger দ্বারা পরিচালিত.